শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার

Doinik Barta
By -
0




শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি ২৯ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।



প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, দলীয় নীতি আদর্শ সংহতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে। 


এতে আরও জানানো হয়, বৃহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের বহিস্কৃত ওই নেতার সাথে সাংগঠনিক কোন সম্পর্ক না রাখতে নির্দেশনা প্রদান করা হয়। ইতিমধ্যে বহিস্কারাদেশ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, যুবদল নেতা মিলনের পিতা বিএনপির সিনিয়র নেতা আনসার প্রামানিক কুষ্টিয়া-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তিনি দলের ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েন। ঐ আসনে মনোনয়ন পান সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। পরে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মিলনের নেতৃত্বে মশাল মিছিল, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রথম দফায় কেন্দ্রীয় কমিটি তাকে সতর্ক করলেও নির্দেশনা অমান্য করায় শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয়।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default