ডেঙ্গুতে আক্রান্ত-মৃত্যু দুটোই বাড়ছে

Doinik Barta
By -
0




ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সব মাসকে ছাপিয়ে গেছে নভেম্বর। গতকাল পর্যন্ত এ মাসের ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৪ জন, যা চলতি বছর এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এর আগে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল অক্টোবর মাসে ৮০ জন। সেই সংখ্যা নভেম্বর মাসের ২৬ দিনেই ছাড়িয়ে গেছে। আর ডেঙ্গুতে চলতি বছর সর্বোচ্চ আক্রান্তও ছিল অক্টোবরের ৩০ দিনে ২২ হাজার ৫২০ জন। সেই সংখ্যা ছাপিয়ে নভেম্বরের ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯১২ জনে। অথচ নভেম্বর মাস শেষ হতে এখনো বাকি তিন দিন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৭৭ জনের, আর আক্রান্ত হলো ৯২ হাজার ৭৮৪ জন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ২১৯ জন। আক্রান্তের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।



স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. বেনজির আহমেদ ইত্তেফাককে বলেন, ‘এবার ডেঙ্গু সারা বছরেই হবে। ডিসেম্বর মাসেও হবে। সামনে যদি ঘূর্ণিঝড় আসে এবং বৃষ্টিপাত হয়, তাহলে যে পানি জমবে, তাতে ডেঙ্গু ডিসেম্বরে বেড়েও যেতে পারে। তবে ডিসেম্বর মাস পুরোটা জুড়েই ডেঙ্গু থাকবে। সুবিধাটা হলো—তাপমাত্রা এখন একটু কম। তাপমাত্রা যদি একটু বেশি থাকতো তাহলে ডেঙ্গু আরো বেশি বাড়তো। 


এদিকে এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে- ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। আর দেশে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলেও মৃত্যুর ঘটনা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করেন এই জনস্বাস্থ্যবিদ, বলেন, ডেঙ্গুতে ঢাকায় বেশি রোগীর মৃত্যু দেখালেও তারা সবাই ঢাকার রোগী নন। আমাদের দেশের চিকিত্সা ব্যবস্থা রাজধানীকেন্দ্রীক। ফলে রোগী বেশি অসুস্থ্য হলে ঢাকায় চলে আসে চিকিত্সা নিতে, তখন বাড়ির ঠিকানা দেন ঢাকার কোনো আত্মীয়ের বাসার, ফলে মনে করা হয় তিনি ঢাকার রোগী। আসলে ঢাকায় মৃত্যু হওয়া বেশির ভাগ রোগী ঢাকার বাইরের।


চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু : চলতি বছর শুধু নভেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৪ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, আগস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বর মাসে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জনের মৃত্যু হয়। মার্চ মাসে এ রোগে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত : চলতি বছর কেবল নভেম্বর মাসেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী। জানুয়ারিতে আক্রান্ত হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু পরিস্থিতি : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৭ ডেঙ্গু রোগী। গতকাল ২৭ নভেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হওয়া সাত জনের একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, তিন জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুই জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default