নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

Doinik Barta
By -
0


 


পাকিস্তানের টি–টোয়েন্টি দলে প্রায় ১০ মাস পর ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। ফিরে আসার পর নিয়মিতই নতুন রেকর্ড গড়ছেন তিনি। তবে সব রেকর্ড যে আনন্দদায়ক, তা কিন্তু নয়। মাঝেমধ্যে এমন কিছু বিব্রতকর রেকর্ডও গড়ে ফেলছেন, যেটি দেখলে বাবরও লজ্জা পাবেন।


রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ত্রিদেশীয় সিরিজের শেষ টি–টোয়েন্টিতে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ৭ রানে জিতে ফাইনালের টিকিট পায় লঙ্কানরা। সেই ম্যাচে বাবর দুই বল খেলেও রান তুলতে পারেননি। দুশমন্ত চামিরার বলে এলবিডব্লিউ হয়ে তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ক্যারিয়ারের দশম ‘ডাক’-এর দেখা পান। এতে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকায় সাইম আইয়ুব ও উমর আকমলের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলো বাবরের নাম।

এ পর্যন্ত বাবর ১৩৫ ম্যাচে ১২৮ ইনিংসে ব্যাট করেছেন এবং গড়ে প্রতি ১২.৮ ইনিংস পর একবার শূন্য রানে আউট হয়েছেন। সাইম আইয়ুব ৫৩ ইনিংসে এবং উমর আকমল ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ৭৯ ইনিংসে ১০ বার করে ডাক মেরেছেন। শহিদ আফ্রিদির শূন্য রানের সংখ্যা ৮। আর ৭ বার করে শূন্য রানে আউট হয়ে কামরান আকমল, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ নাওয়াজ তালিকার পরের অবস্থানগুলোতে আছেন।


শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলতে নেমে পাকিস্তান আরেকটি রেকর্ডও গড়েছে—এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সর্বোচ্চ ৫৫ ম্যাচ খেলার রেকর্ড এটি।

শনিবার এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় দল জিম্বাবুয়ে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে। উল্লেখ্য, এই সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধেও একবার শূন্য রানে আউট হয়েছিলেন বাবর।

পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন যারা

বাবর আজম – ১০

সাইম আইয়ুব – ১০

উমর আকমল – ১০

শহিদ আফ্রিদি – ৮

কামরান আকমল – ৭

মোহাম্মদ হাফিজ – ৭

মোহাম্মদ নাওয়াজ – ৭

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default