মোদিকে নিয়ে মন্তব্য করায় বিপাকে ভারতীয় সংগীতশিল্পী


 



ভারতের ক্ষমতাধর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মন্তব্য করেছিলেন ভারতের জনপ্রিয় ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠোর। আর সেই এক মন্তব্যেই যেন ঝড় নেমে এসেছে তার জীবনে। আইনের কঠিন থাবা এবার তার দোরগোড়ায়। এলাহাবাদ হাইকোর্ট গত শুক্রবার (৬ ডিসেম্বর) খারিজ করে দিয়েছে তার আগাম জামিনের আবেদন। যার ফলে যে কোনো মুহূর্তেই হাতকড়া পরতে হতে পারে নেহাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের পেহেলগাম হামলার ঘটনার প্রেক্ষিতে মোদিকে দায়ী করে মন্তব্য করেন নেহা। সেই মন্তব্যের জেরে লখনৌ রাজ্যের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সেই আইনি ঝামেলা থেকেই রক্ষা পেতে আদালতে আবেদন করেছিলেন এই গায়িকা।

আরও জানা যায়, চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে দায়ী করেছিলেন নেহা। প্রশ্ন রেখে তিনি বলেছিলেন, ‘সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে।

আমি কি তবে সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব? কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।’ তার এই মন্তব্যটি ছড়িয়ে পড়ার পরপরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং সরকার সমর্থকরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।

নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে নেহা জানান, স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার আছে। পেহেলগামে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন। গায়িকা জানান, তিনি কোনো উসকানিমূলক গান গাননি, কেবল কিছু প্রশ্ন তুলেছিলেন। তবে আদালত আপাতত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পথ উন্মুক্ত রেখেছেন।

উল্লেখ্য, নেহা সিং রাঠোর একজন ভারতীয় লোকসংগীত গায়িকা। যিনি ভোজপুরী ভাষায় গান গেয়ে থাকেন। ২০১৯ সালে নেহা রাঠোর ভোজপুরী লোকগানের সুরকার এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার গানে বেশিরভাগ সময় সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার তীক্ষ্ণ সুর স্পষ্ট হয়ে ওঠে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ