ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার সময় অতিরিক্ত জনসমাগমের কারণে সুষ্ঠু যান চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। গণবিজ্ঞপ্তিতে বিস্তারিত ডাইভারশন, রাস্তা বন্ধ এবং পার্কিং সংক্রান্ত তথ্য প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর, বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এতে জনসমাগম বেশি হবে, তাই সাধারণ মানুষ ও যানবাহন চালকদের জন্য বিশেষ সতর্কতা ও ডাইভারশন নেওয়া হয়েছে।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে—
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড ফার্মগেট র্যাম্প বন্ধ থাকবে; এফডিসি র্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।
সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয় সরণি রোডে সীমিত গাড়ি চলাচল হবে।
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এড়িয়ে চলাচল করার অনুরোধ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণে সীমিত গাড়ি চলাচল থাকবে।
বনানী-মহাখালী-গুলশান ও এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-পল্টন-গুলিস্তানগামী গাড়িগুলোকে মহাখালী বাস টার্মিনাল ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে হবে।
মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যান মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড দিয়ে চলাচল করবে।
মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যান আগারগাঁও ক্রসিং ও ফকরুদ্দিন রোড/লিংক রোড হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-মগবাজার ফ্লাইওভার ব্যবহার করবে।
পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং পর্যন্ত গাড়ি সীমিত করা হবে।
ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন করা হবে।
জানাজা স্থলকে সুষ্ঠু রাখার জন্য আজ নিম্নোক্ত ক্রসিংগুলোতে যান চলাচল বন্ধ থাকবে:
ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট ক্রসিং, রাপা প্লাজা ক্রসিং, গণভবন ক্রসিং।
যেখানে পার্কিং করা যাবে—
ঢাকার যানবাহনের জন্য: পুরাতন বাণিজ্য মেলার মাঠ
ঢাকার বাইরে থেকে আসা যানবাহনের জন্য: মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার/গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সার্ভিস রোড।
এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা আজ সকাল ৭টা থেকে কার্যকর হয়েছে। ডিএমপি সকলের সহযোগিতা কামনা করেছে।

0 মন্তব্যসমূহ