ঝিনাইদহ ৪ আসনের ভোটার হলেন রাশেদ খান


 



ঝিনাইদহ-৪ আসনে ভোটার হস্তান্তর করেছেন বিএনপির মনোনিত প্রার্থী মো. রাশেদ খান। শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর তিনি এই আবেদন করলে নির্বাচন কমিশন কর্তৃক তা অনুমোদন করা হয়েছে। 



শনিবার (২৭ ডিসেম্বর) যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান।

এর মধ্য দিয়ে তিনি ঝিনাইদহ-৪ আসনের স্থায়ী বাসিন্দা হলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দিতে পারবেন।


এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খানের জন্য একটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।



গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সিদ্ধান্ত অনুযায়ী, রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ