জকসু নির্বাচন : ৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ছাত্রশিবির


 




দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে



সর্বমোট ৩৯ কেন্দ্রের মধ্যে ৩৩ কেন্দ্রের জকসু নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে মো. রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ৪৪৩২ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৩৭৭৭ ভোট। ৬৫৫ ভোটে এগিয়ে আছে ছাত্রশিবির।


সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ৪৪৪৪ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ১৭৮১ ভোট। এখানেও ২৬৬৩ ভোটে এগিয়ে ছাত্রশিবির।


সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা (শিবির) পেয়েছেন ৩৯৫৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৩১৪৪ ভোট। এই পদেও শিবির ৮১৩ ভোটে এগিয়ে রয়েছে।


৩৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।


গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত। তবে ভোটারদের ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সুবিধার্থে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এরপর ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।


মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হলেও রাত সাড়ে ৯টার দিকে ‘টেকনিক্যাল’ কারণে গণনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সমস্যা নিরসন করে পুনরায় গণনা শুরু হওয়ায় ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব ঘটে। বাকি ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ