জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে "আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল" শীর্ষক সেমিনারে আসছেন ড.মিজানুর রহমান আজহারী।
আগামী বুধবার (১৪ জানুয়ারি) পাঠশালা,জাবির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল" শীর্ষক সেমিনার ২০২৬। উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে আসছেন ড. মিজানুর রহমান আজহারী।
সেমিনারে আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত এ বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা প্রদান করবেন তিনি।
আয়োজক সূত্রে জানা যায় যে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামিক জীবনদর্শন তুলে ধরাই এই সেমিনারের মূল লক্ষ্য।
আরো জানান, সেমিনারে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুগল ফরমের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী শিক্ষার্থীরাই সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এছাড়াও সেমিনার উপলক্ষে পাঠশালার উদ্যোগে আয়োজন করা হয়েছে “পাঠশালা কুইজ”। কুইজের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে রসূলুল্লাহ (সা.)-এর বিপ্লবী জীবন, যা প্রণীত হবে নির্ধারিত গ্রন্থ “রাসূলুল্লাহ (সা.)-এর বিপ্লবী জীবন” অবলম্বনে। কুইজটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি দুপুর ২টায়। এতে মোট ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে ১০ মিনিটের মধ্যে। কুইজটি গুগল ফর্মের মাধ্যমে আয়োজন করা হবে এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কুইজ লিংক ১৪ জানুয়ারি দুপুর ২টায় পাঠশালা’র ফেসবুক পেজে প্রকাশ করা হবে। কুইজ শেষে ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রীকে বিজয়ী হিসেবে নির্বাচন করে প্রদান করা হবে আকর্ষণীয় উপহার।

0 মন্তব্যসমূহ