আইসিসি ও বিসিবির আলোচনার চূড়ান্ত ধাপ হিসেবে আইসিসি ২ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছিল বাংলাদেশে। তবে সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। ভিসা জটিলতার কারণে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল ভেঙে গেছে।
শনিবার ঢাকায় এসেছেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভস। তিনি একাই এসেছেন ঢাকায়। শুরুতে তার সঙ্গে আইসিসির আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা আসার কথা ছিল। তিনি ভারতীয় বংশোদ্ভূত। সময়মতো ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি।
সহকর্মী না থাকায় পুরো আলোচনার দায়িত্ব এখন গ্রেভসের ওপর। সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা গ্রেভস একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করতে পারেন। এই পরিকল্পনার লক্ষ্য হবে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
তবে এখন পর্যন্ত বাংলাদেশ তাদের অবস্থান থেকে একটুও নড়েনি। বিশ্বকাপের ম্যাচগুলো ভারত নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। বোর্ডকে ভারতে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতেই ঢাকায় সফরে এসেছেন আইসিসির প্রতিনিধি।
বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে সমাধান না হলে পুরো বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হতে পারে।
0 মন্তব্যসমূহ