সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী তাঁতী লীগের সভাপতি শের তারিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ইসলামপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অনুষ্ঠিত শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে জামায়াত মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি।
জানতে চাইলে যুগান্তর প্রতিবেদককে শের তারিকুল ইসলাম বলেন, ২৪-এর জুলাই-আগস্টে সাধারণ ছাত্র-জনতার ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো আওয়ামী লীগ এখনো দেশবাসীর কাছে ক্ষমা চায়নি। উল্টো দেশকে ধ্বংসের জন্য উঠে-পড়ে লেগেছে। ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের শান্তি চায় না, ক্ষমতা চায়। গত ১৬ বছরেও ক্ষমতার স্বাদ মেটেনি তাদের। তাই দেশকে ধ্বংস করে হলেও আবারও ক্ষমতায় কুক্ষিগত করতে চায় তারা।
শের তারিকুল ইসলাম বলেন, যারা ক্ষমতার লোভে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম চালায় তাদের সঙ্গে সুশীল সমাজের কোনো সম্পর্ক থাকা উচিত না। তাই গেল বছরের ২৭ জুলাই তাঁতী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। আমি আওয়ামী লীগের চিরস্থায়ী নিষিদ্ধের দাবি জানাই।
এদিকে তাঁতী লীগ নেতার জামায়াতে যোগদানের সিদ্ধান্তে জামায়াতের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান যুগান্তরকে বলেন, শের তারিকুল ইসলাম ৫ আগস্টের আগেই তাঁতী লীগ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। এ রকম একটি প্রমাণ তিনি আমাদের দিয়েছেন। তিনি জামায়াতে যোগ দিয়েছেন। জামায়াত মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

0 মন্তব্যসমূহ