ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চার নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেননি।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা এসব নেতা সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেও তা জমা দেননি।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো চার নেতা হলেন—জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এবং আমেরিকাপ্রবাসী আমিরুল ইসলাম মিঠু।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তারা ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
এ বিষয়ে আনোয়ার হোসেন উজ্জল বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সম্মান রক্ষার স্বার্থে তিনি নিজ সিদ্ধান্তে মনোনয়নপত্র দাখিল করেননি। ব্যক্তিকে নয়, ধানের শীষ প্রতীকের বিজয়ের আহ্বান জানান তিনি।
এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে অধ্যক্ষ নাজমুল হক, জাতীয় পার্টির পক্ষে জেলা কমিটির সাবেক সদস্যসচিব ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহসভাপতি আবদুস সালাম সুরুজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন, ধানের শীষ প্রার্থী, বাঘা চারঘাট ভোট, বিএনপি নির্বাচনী সিদ্ধান্ত, বিএনপি নেতা সরে দাঁড়ালেন, ভোটার সংখ্যা, মনোনয়নপত্র স্থগিত, রাজনৈতিক ঐক্য, রাজশাহী ভোট, রাজশাহী-৬ নির্বাচন

0 মন্তব্যসমূহ