ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্তদের জন্য ২০২৫ সালের বর্ষসেরা একাদশে বড় ধাক্কা। আইএফএফএইচএস (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস) ঘোষণা করেছে যে, এবার আর্জেন্টিনা বা ব্রাজিলের কোনো ফুটবলারের নাম নেই বর্ষসেরা একাদশে।
গোলকিপার থেকে আক্রমণভাগ সর্বত্র পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের আধিপত্য দেখা যাচ্ছে। ২০২৪-২৫ মৌসুমে ট্রেবল জয়ী পিএসজির ছয়জন খেলোয়াড় এই তালিকায় জায়গা পেয়েছেন।
গোলরক্ষক হিসেবে ছিলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, যিনি সেপ্টেম্বরে পিএসজি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। রক্ষণভাগে পিএসজির তিনজন আশরাফ হাকিমি, উইলিয়ান প্যাচো এবং নুনো মেন্ডেস অবস্থান নিশ্চিত করেছেন।
মধ্যমাঠে পিএসজির ভিতিনহা এবং বার্সেলোনার পেদ্রি ও লামিনে ইয়ামাল নির্বাচিত হয়েছেন। আক্রমণভাগে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ) এবং পিএসজির উসমান দেম্বেলে।
আইএফএফএইচএস-এর বর্ষসেরা একাদশের নতুন এই তালিকা আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের জন্য এক অবিশ্বাস্য পরিস্থিতি। ২০১৭ সাল থেকে প্রতিবারই আর্জেন্টিনার কোনো না কোনো খেলোয়াড় এই তালিকায় থাকতেন। বিশেষ করে লিওনেল মেসি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২৪ সালে যদিও মেসি না থাকলেও গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ তালিকায় ছিলেন। তবে এবার সম্পূর্ণ শূন্য।
এছাড়া, ব্রাজিলও আগের বছরগুলোতে অল্প হলেও একাদশে প্রতিনিধিত্ব পেয়েছিল। ২০২৩ ও ২০২৪ সালে একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছিলেন, তবে এবার কেউ থাকছেন না।
২০২৫ সালের বর্ষসেরা একাদশের তালিকা (আইএফএফএইচএস):
গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: নুনো মেন্ডেস (পিএসজি), উইলিয়ান প্যাচো (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি)
মিডফিল্ডার: ভিতিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (পিএসজি)

0 মন্তব্যসমূহ